Monday, December 30, 2013

সাংবাদিকদের পিস্তল দেখালো আ.লীগ কর্মী

 বিএনপি সমর্থিত আইনজীবীদের ওপর হামলা শেষে অস্ত্র তাক করে সাংবাদিকদের হুমকি দিয়েছে এক আওয়ামী লীগ কর্মী।সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের জুতা ও ইটপাটকেল নিক্ষেপ শেষে সুপ্রিমকোর্টের ভেতরে থাকা সাংবাদিকদের জামায়াত-শিবির আখ্যায়িত করে তাদের অস্ত্রের ভয় দেখায় ওই আওয়ামী লীগ কর্মী।

এসময় সুপ্রিমকোর্টের প্রধান ফটকে প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীরা দায়িত্ব পালন করছিলেন। দুপুর ১২টা ৪০ মিনিটে কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিমের নেতৃত্বে আসা মিছিল থেকে কিছু আওয়ামী লীগ কর্মী সাংবাদিকদের উদ্দেশে আক্রমণাত্মক কথা বলে। এসময় সাংবাদিকরা নিজেদের পরিচয় প্রকাশ করেন। জবাবে আওয়ামী লীগ কর্মীরা বলে, ‘তোদের পরিচয়পত্র দেখা, তোরা শিবির।’


এর পর তাদের হাতে থাকা লাঠি দিয়ে মারার জন্য উদ্ধত হয় সরকার সমর্থকরা। মাঝখানে প্রধান ফটকের রেলিং থাকায় তাতেই আঘাত করে ওই দুর্বত্ত কর্মীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের এক কর্মী নিজের পকেট থেকে পিস্তল বের করে সাংবাদিকদের শাসাতে থাকে। পরে কৃষকলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরা পরিস্থিতি সামাল দেন।

এর আগে বিএনপি সমর্থক আইনজীবীরা ‘মার্চ ফর ডেমোক্রেসির’ সমর্থনে মিছিল বের করলে আওয়ামী যুব মহিলালীগের মিছিল থেকে আইনজীবীদের মিছিলে জুতা নিক্ষেপ করা হয়। পরে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এবং কৃষকলীগও একটি মিছিল নিয়ে সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে আসে। কৃষকলীগের মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সহ-সভাপতি এম এ করিম।
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzEyXzMwLTc3LTcwMDA4

No comments:

Post a Comment