Sunday, December 15, 2013

দেখামাত্র গুলি করতে বাধ্য হবে পুলিশ’....ড. হাছান মাহমুদ

ঢাকা: নির্বাচনকালীন সরকারের বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা মানুষ হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালাচ্ছে তারা যদি এগুলো বন্ধ না করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখামাত্র গুলি করতে বাধ্য হবে।

রোববার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত  ‘হরতালের নামে সারাদেশে মানুষ হত্যার প্রতিবাদ’ শীর্ষক এক আলোচন সভায় তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “পৃথিবীর কোথাও এমন স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয় না। তারপরও বিরোধী দল বার বার বলেছে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না। তাদের বাঁচাতে হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।”


খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, “তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও যুদ্ধাপরাধীর রায় কার্যকরের পর কোনো প্রক্রিয়া জানাননি। এতে জাতি হতাশ হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছনোর কোনো সুযোগ নেই।”

তিনি বলেন, “আমরা আলোচনায় বিশ্বাসী, বিরোধী দল যদি তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে সংলাপে বসতে চায়, তাহলে আলোচনা ফলপ্রসূ হবে।”

দেশের জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

পরিবেশবাদীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জায়ামাত-শিবির হাজার হাজার গাছ কেটেছে, কিন্তু তারা একটি বিবৃতিও দেয়নি। এখন কোথায় তারা।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা সচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দল নেতা হারুন চৌধুরী, ঢাকা মহানগর জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।
http://www.natunbarta.com/politics/2013/12/15/59551/%E2%80%98%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0+%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF+%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87+%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF+%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87+%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E2%80%99

No comments:

Post a Comment