Wednesday, October 30, 2013

আ'লীগের সাধারন সম্পাদকের ছত্রছায়ায় ঝুমুর যাত্রার অশ্লীল নৃত্যে প্রশাসন নিরব

থানা প্রশাসনকে ম্যানেজ করে ৩ মাস ধরে ঝুমুর যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর জমজমাট ভাবে চলছে। জানা গেছে, উপজেলার  তারাপুরের নিজাম খাঁ বাধের মাথায়, বেলকার রামডাকুয়ার চরে ও হরিপুরের বাংলাবাজারে ৩ মাস থেকে পুলিশকে ম্যানেজ করে অশ্লীল যাত্রা চালিয়ে সারা রাত ব্যাপী ফরগুটি দিয়ে চলছে জুয়ার আসর। 

এসব নেতৃত্ব দিচ্ছে আ’লীগের বেলকা ইউপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান (মজি), নিজাম খাঁ মুকুল, মাসুদ পুলিশ ও থানা পুলিশ। যাত্রার নামে অশ্লীল নৃত্য চলায় এলাকার সুধী মহলের মাঝে প্রশাসনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন থেকে এই জুয়ার আসরগুলো চলায় এলাকায় আইন শৃঙ্খলার অবনতিসহ বেড়েছে চুরি ও ছিনতাই। এলাকার সুধী সমাজ বলছেন, রক্ষক যখন ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, এখন আইন বলতে আর কিছুই থাকল না। এখনই এই অশ্লীল যাত্রা ও জুয়া বন্ধ না করলে যুবকরা জুয়ার টাকা সংগ্রহের জন্য খুন খারাপিসহ বড় ধরণের অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে। এব্যাপারে পুরো উপজেলাবাসী আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছেন।

চট্টগ্রামে ছাত্রলীগের তান্ডব, শতাধিক গাড়ি ভাঙচুর




ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর, গাড়িতে অগ্নি সংযোগ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যšত্ম নগরীর জিইসি মোড়, জামালখান, ষোলশহর, নিউ মার্কেট নাসিরাবাদ এমইএস কলেজ এলাকায় বিক্ষুব্ধ ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা যানবাহনে অগ্নিসংযোগসহ প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর করেছে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। এতে আতঙ্ক দেখা দেয় পথচারীদের মধ্যে। জানা গেছে, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন ইমুকে সভাপতি এবং ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা নুরুল আজিমকে সাধারণ সম্পাদক করে বুধবার মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নাম ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে নাসিরাবাদ ওমর গনি কলেজভিত্তিক ছাত্রলীগের কর্মীরা। সন্ধ্যার পর জিইসি মোড়ে ব্যাপক তা-ব চালায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা একটি মটরসাইকেলে অগ্নিসংযোগসহ প্রায় অর্ধশত গাড়িতে এলোপাতাড়ি ইট পাথর মেরে ভাঙচুর করে। এ সময় জিইসি মোড় থেকে ষোলশহর মোড় পর্যšত্ম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জিইসি মোড় সংলগ্ন মাওলানা মোহাম্মদ আলী রোডেও যানবাহন ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইভাবে নিউ মার্কেট, জামালখান, ষোলশহর এলাকায় গাড়ি ভাঙচুর হয়েছে।

এদিকে রাত ৮টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে দুর্বৃত্তরা কয়েকটি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

জানা গেছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার চট্টগ্রামে আসেন। তিনি সন্ধ্যার পর সার্কিট হাউজ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন। মন্ত্রীর গাড়ি সার্কিট হাউজ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সার্কিট হাউজ সংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটে। শির্ষনিউজ
http://www.amadershomoybd.com/content/2013/10/31/news0044.htm

ছাত্রলীগ নেতার নির্দেশে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে গণডাকাতি

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগ নেতার নির্দেশে নারায়ে তাকবির স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর করে গণডাকাতি করেছে ডাকাত দল। এতে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। জনতা ৩ ডাকাতকে আটক করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার হরতাল শেষে রাত সাড়ে ৭টার সময় ৭ জনের একটি ডাকাত দল মহাসড়কের বাড়বকুন্ড সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় গাড়ি এলোপাতাড়ি করে দিয়ে প্রায় ১০/১৫টি গাড়ি ভাঙচুর ও গণডাকাতি করে। এ সময় ডাকাত দল মাইক্রোবাস যাত্রী মিরসরাই এলাকার নাছিফা (১১), মমতাজ বেগম (৩৪), মনির উদ্দিন (১৮), মহিউদ্দিন (৩৮), মোসতাক উল্লাহ (৩২)সহ বেশ কয়েকজনকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে ৩ জনকে ধরে ফেলে। আটককৃতরা হলেন শুভ দাশ (১৮), সবুজ দাশ (২২), শাহীন (১৯)। আটককৃতরা স্বীকার করেন, সীতাকুন্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জামশেদ উদ্দিনের নির্দেশে নারায়ে তাকবির স্লোগান দিয়ে তারা ভাঙচুর ও গণডাকাতি করে। খবর পেয়ে সীতাকুন্ড থানার এসআই মাহবুবুল আলম ঘটনাস্থলে যান। এদিকে এ ঘটনার পর জামশেদ গাঢাকা দিয়েছে।

Saturday, October 12, 2013

চট্টগ্রামে শিবির নেতার পায়ের রগ কেটে দিয়েছে যুবলীগ সন্ত্রাসীরা

শীর্ষ নিউজ ডটকম, চট্টগ্রাম : মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবার পথে চট্টগ্রামে এক শিবির নেতাকে অপহরণ করে পায়ের রগ কেটে দিয়েছে যুবলীগ সন্ত্রাসীরা। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সীতাকু- উপজেলার বড়দারগার হাট বাজারে এ ঘটনা ঘটেছে। আহত শিবির নেতা মো. হাসানকে (১৫) মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শিবিরের স্থানীয় শাখার বায়তুলমাল সম্পাদক বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে হাসান মা-কে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বড়দারোগারহাট বাজারে গেলে মায়ের সামনে থেকে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে আপহরণ করে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে দিয়ে আহত করে। 
 
সন্ত্রাসীরা হাসানকে মৃত ভেবে বাজারের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে ফেলে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান টেরিয়াইল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। 
 
এদিকে স্থানীয় শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম জানায় গত রমজান মাসে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীরা বড়দারগার হাট বাজারে জামায়াত নেতা রোজাদার বাবুকে কুপিয়ে হত্যা করার পর এর বিচার না হওয়ায় তারা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। পুলিশ প্রশাসন খুনী সন্ত্রাসীদের গ্রেফতার না করায় বড়দারোগারহাট বাজার আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। তিনি অবিলম্বে দারোগারহাট বাজার থেকে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছে। 
 
সীতাকু- উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু তাহের বলেন, বড়দারোগারহাট এলাকায় চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বার বার জামায়াত-শিবিরের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বিচার না হওয়ায় আবারো আরেক শিবিরকর্মী উক্ত সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হয়েছে। এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 
 
সীতাকু- থানার ওসি এস এম বদিউজ্জামান  জানান, এ ধরনের কোনো ঘটনার খবর আমার জানা নেই। আমি খবর নিয়ে জানাতে পারব। 

Thursday, October 10, 2013

ছাত্রলীগের চাঁদাবাজির মুখে ঢাবির মুহসীন হলের ১৯ দোকান বন্ধ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আখেরি চাঁদাবাজির কারণে হাজী মুহম্মদ মুহসীন হলে ১৯টি দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ছাত্ররা। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তারা একযোগে দোকান বন্ধ করে দেন। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। হল প্রভোস্ট চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন। তবে মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। কয়েকজন দোকানদার সাংবাদিকদের বলেন, হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা ঈদ উপলক্ষে কয়েক দিন ধরেই তাদের কাছে চাঁদা চেয়ে আসছেন। প্রথমআলো 

ঈদের আগ মুহূর্তে চাঁদা দিতে গেলে তাদের নিজেদেরই ঈদ মাটি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে কারা চাঁদা চেয়েছেন, সে বিষয়ে দোকানদারেরা মুখ খুলতে রাজি হননি। শিক্ষার্থীরা জানান, মুহসীন হলে ১৯টি দোকান রয়েছে। সেখান থেকে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন এবং বিভিন্ন সময় নাশতা করেন। এ ছাড়া ঈদ উপলক্ষে ইতোমধ্যেই হলের ক্যানটিন ও মেস বন্ধ হয়ে গেছে। তার ওপর দোকানও বন্ধ হয় গেলে চরম বিপাকে পড়বেন তারা। হলের প্রভোস্ট আলী আক্কাস বলেন, দোকানদারেরা এমন অভিযোগ করেছে। কিন্তু কারা চাঁদা চেয়েছে সে বিষয়ে তারা মুখ খুলছে না। বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কারা চাঁদা চেয়েছে তা খুঁজে বের করা হবে। প্রভোস্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারের শেষ সময়ে এরা যে কেন এমন কাণ্ড করে, তা বুঝি না। হল প্রভোস্ট বলেন, দোকানগুলো খোলে দেয়া হবে। চাঁদা চাওয়ায় হলের খাবারের দোকান বন্ধের ব্যাপারে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মাকসুদ রানা মিঠু সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি সারা দিনই ক্যাম্পাসের বাইরে ছিলাম। সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

যুবলীগ নেতার নেতৃত্বে তরুণীকে রাতভর গণধর্ষণ

মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতির বাসায় এক তরুণীকে চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করেছে মাদারীপুর জেলা যুবলীগের এক প্রভাবশালী নেতা ও তার তিন বন্ধু। এ সময় ঘটনাস্থল থেকে যুবলীগের জেলা কমিটির সদস্য আকতার হাওলাদার, তার বন্ধু আজাদ ও আনু ভূইয়াকে পুলিশ গ্রেফতার করে। ওই তিনজনসহ মোট চারজন এক তরুণীকে ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাদারীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায়।
ধর্ষণের শিকার তরুণী পুলিশ ও সাংবাদিকদের জানান, একটি বীমা কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে আকতার হাওলাদার তাকে ডেকে নিয়ে যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুর বাড়িতে। সেখানে মদ পান করে আকতার হাওলাদার, আজাদ, আনু ভূইয়া ও রুবেল মুন্সী তাকে পালাক্রমে ধর্ষণ করে। তবে রুবেল মুন্সীকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। তরুণী আরো জানান, ‘ধর্ষণ শেষে একপর্যায়ে আমি বাথরুমে গিয়ে আমার ভাইকে ফোন দিই। আমার ভাই পুলিশকে বিষয়টি জানালে পুলিশ আসে।’
এ ব্যাপারে বাড়ির মালিক জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপু বলেন, আমি পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় আছি। আমি ঢাকায় যাওয়ার সময় বাড়ির চাবি আনু ভূইয়ার কাছে রেখেছি।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়েই আমার নেতৃত্বে পুলিশ বাড়িটি ঘেরাও এবং ধর্ষকদের মধ্যে আকতার হাওলাদার, আনু ভূইয়া ও আজাদকে মদ এবং কনডমসহ গ্রেফতার করা হয়। এক ধর্ষক পালিয়ে গেছে।’
ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও তিনি জানান।
মাদারীপুর থানার ওসি সুভাষ কুমার পাল বলেন, মামলা দায়েরের পাশাপাশি ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।

Saturday, October 5, 2013

সিংড়ায় ৫০ হাজার টাকার জালনোটসহ যুবলীগ কর্মী আটক

নাটোরের সিংড়ায় গতকাল বিকাল ৫টায় ৫০ হাজার টাকার জালনোটসহ মুকুল হোসেন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে র্যাব।
র্যাব-৫ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর ডিএডি আবদুস সালামের নেতৃত্বে র্যাবের একটি দল সিংড়া উপজেলার সাতপুকুরিয়া বাজারে অভিযান চালায়। এ সময় সাতপুকুরিয়া গ্রামের মজিবর রহমান মাস্টারের ছেলে যুবলীগ কর্মী মুকুল হোসেনকে র্যাব ৫০ হাজার টাকার জালনোটসহ আটক করে। এ সময় তাজপুর গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে হাফিজ নামে মুকুলের অপর সহযোগী পালিয়ে যায়। তবে এলাকাবাসী জানায়, এই এলাকায় জালটাকা ব্যবসার একটি চক্র রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।