Monday, December 16, 2013

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান, গুলিতে নিহত ৫

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় আসামি ধরাকে কেন্দ্র করে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। সূত্র জানায়, সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ী গ্রামে আসামি ধরতে র‌্যাব, পুলিশ এবং বিজিবি এক যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের গুলিতে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক শিবির কর্মী নিহত হয়েছে। অপরদিকে একই সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ও সাতরা এলাকায় ৩৮ বিজিবি’র সিও লে. কর্নেল ইমাম আহসান এর নেতৃত্বে যৌথ বাহিনী আসামি ধরতে গেলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদেরকে অবরুদ্ধ করে ককটেল, বোমা ও ইট ছুড়তে থাকে। এসময় যৌথ বাহিনী গুলি চালালে সখিপুর গ্রামের আব্দুর রউফ (৩২), সিরাজুল ইসলাম (৩৫) সহ ৪ জন জমায়াত-শিবিরের নেতাকর্মী নিহত হয়েছে। এছাড়াও অভিযানে কলারোয়া উপজেলা থেকে তিন জন এবং  দেবহাটা উপজেলা থেকে ছয় জনকে আটক করেছে যৌথবাহিনী। সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

No comments:

Post a Comment