Sunday, December 15, 2013

বিচারপতির বাড়িতে হামলার সময় ছাত্রলীগ নেতাসহ আটক ৩

 প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সেনবাগ উপজেলা কাবিলপুর গ্রামের বাড়িতে হামলার প্রস্তুতিকালে পেট্রোল বোমাসহ তিন ছাত্রলীগ নেতাকর্মী আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এসআই শাহজাহানের নেতৃত্বে তিন ছাত্রলীগ নেতাকর্মী আটক করে সেনবাগ থানা পুলিশ।


আটকৃতরা হলেন- ৫ নং ওয়ার্ড মহিদীপুর ছাত্রলীগ সভাপতি ও একই গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন বাবু (২২), একই গ্রামের দুলাল হোসেনের ছেলে রাসেল বাবু (২০) এবং আজিজপুর গ্রামের শরিয়ত উল্যাহ ছেলে ওমর ফারুক (১৯)।

প্রসঙ্গত, গত বৃস্পতিবার রাতে পুলিশি পাহারা সত্ত্বেও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালায়।

সেনবাগ থানার ওসি জানান, রাত সাড়ে ১১টার দিকে দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহজাহান রাতে বিচারপতির গ্রামে গেলে এলাকাবাসী তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃতদেরকে বিচারপতির বাড়িতে পেট্রোল বোমা হামলার মামলায় আটক দেখানো হয়েছে। আজ তাদেরকে বিচারিক আদলতে প্রেরণ করার কথা জানান তিনি।
http://www.rtnn.net//newsdetail/detail/1/4/75023#.Uq2VivRdWSo

No comments:

Post a Comment