Thursday, December 12, 2013

শিবিরকর্মীদের ওপর অর্থমন্ত্রীর সাবেক এপিএসের নির্বিচারে গুলিবর্ষণ

পুলিশ ও র্যাবের স্টাইলে এবার শিবির কর্মীদের ওপর গুলি চালালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাবেক এপিএস আ শ ম রাশেদ। এতে ২ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সিলেট শহরের রায়নগর এলাকায় রাশেদের বাসার সামনে গতকাল এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিল ছাত্রশিবির। নগরের রায়নগর এলাকায় হরতালের পিকেটিং শেষে শিবিরের একদল কর্মী বেলা দেড়টার দিকে রাশেদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় রাশেদ ও তার বড় ভাই ইরফান আহমদ দুটি পিস্তল নিয়ে শিবির কর্মীদের ওপর অতর্কিতে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে কামরুল ও সায়েম নামের শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হন।
রাশেদের দাবি, তাদের বাসার সামনে একটি মার্কেট ও বেসিক ব্যাংকের একটি শাখা রয়েছে। গতকাল দুপুরে ওই ব্যাংকে ভাংচুর চালায় ছাত্রশিবিরের একদল কর্মী। এরপর তারা তার বাসায় আগুন দেয়ার চেষ্টা করেছিল। এ সময় গুলি করে হামলা ঠেকান তিনি ও তার ভাই।
তবে ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ বলেন, রাশেদ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, তার প্রতিটি ভাষ্যই ডাহা মিথ্যাচার। শান্তিপূর্ণভাবে তার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় শিবিরকর্মীদের ওপর গুলি করা হয়েছে।

No comments:

Post a Comment