Friday, December 20, 2013

সাতক্ষীরার বাজারে আওয়ামী লীগ কর্মীদের হামলা, লুটপাট

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা বাজারে আজ বিকালে ও আগের রাতে দু’দফায় বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটেছে অগ্নিকান্ডের ঘটনাও। জামাত নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের শতাধিক ক্যাডার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল বিকালে নলতা বাজারে হামলা করে । এ সময় তারা বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে ও বৃহস্পতিবার রাতের এই হামলায়  শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার হকিস্টিক, রাম দা, চাইনিজ কুড়াল, হাত বোমা নিয়ে নলতা বাজারে হামলা করে লুটপাট চালায়। এতে প্রায় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে তারা দাবি করেন। হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমীর ডা. মোসলেম উদ্দীন বলেন, ১০/১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা। এছাড়া শাহি বস্ত্রালয় ও মোড়ল স্টোর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শাহি বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ দাবি করেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আযম খান বলেন, বৃহস্পতিবার গভীররাতে আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রথমদফা নলতা বাজারে হামলা ও ভাঙচুর চালায়। এতে দু’টি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি। তবে শুক্রবার বিকালে দ্বিতীয় দফায় যে হামলা, ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।

No comments:

Post a Comment