Monday, January 6, 2014

ভোট না দেওয়ায় ৩ কৃষককে পিটিয়েছে আ.লীগ নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ায় তিন কৃষককে পিঠিয়ে গুরুতর আহত করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড ২নং বারৈয়াঢালা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
আহতদের স্বজনরা জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ায় সোমবার ১১টায় পশ্চিম লালানগর গ্রামে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহানের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের ৪০/৫০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে হামলা চালায়। এ সময় ফসলি মাঠে কমর্রত কৃষক আবদুস সোবহান (৫৫), মো. ইয়াছিন (৩০) ও রিয়াদ (১৭)কে ফসলি জমিতে কাজ করা অবস্থায় ধরে নিয়ে লাঠিসোটা দিয়ে উপর্যপুরী আঘাতে গুরুতর আহত হয়। পরে ইউপি চেয়ারম্যান থানায় ফোন করে পুলিশ এনে আহতবস্থায় তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। সীতাকুণ্ড থানার এস আই মাসুদ আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য প্রেরণ করেন।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের হাত ও পায়ের হাড়ের অবস্থা ভাল নয়। তবে এক্সরে করলে বিস্তারিত জানা যাবে।
আহত কৃষক আবদুস সোবাহান সাংবাদিকদের জানান, কেন তারা আমাদের মারধর করেছে জানি না। আমরাতো কোনো অপরাধ করিনি। তারা আমাদের জিজ্ঞাসা করেছিল গতকাল ভোট দিতে গেছি কি না। আমরা বলেছি যায়নি। তাই তারা আমাদের মারধর করে পুলিশকে দিয়েছে।

নিজেদের কর্মীর রগ কাটলো ছাত্রলীগ

চুয়াডাঙ্গা: শহর ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে সুমন আলী (২২) নামে এক ছাত্রলীগকর্মীর দু’পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় দু’টি বোমার বিস্ফোরণ ঘটে।

সোমবার রাত ১০টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার পর ছাত্রলীগকর্মী সুমন আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় এলাকাবাসী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান নয়ন।

রাত সাড়ে ১১টায় সুমন আলীকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল। আহত ছাত্রলীগকর্মী সুমন চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার রুহুল আমীনের ছেলে।

এদিকে ঘটনার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDE0XzAxXzA2LTgxLTcxMzM1

Thursday, January 2, 2014

ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগদান করায় গুলি করে হত্যা

ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগদান করায় গুলি করে হত্যা

ইলিয়াছ আহমদ: বরুড়া উপজেলার ঝলম বাজারে মঙ্গলবার দুপুরে ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে (২৮) গুলি করে হত্যা করেছে এক যুবলীগ কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঝলম উত্তর বাজারে ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে যুবলীগ কর্মী মাসুম গুলি করে। আহত সাদ্দামকে বরুড়া সরকারী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ২/৩ মাস পূর্বে উপজেলা কানাইল গ্রামের আনোয়ার হোসেন ভান্ডারীর ছেলে সাদ্দাম হোসেন ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগদান করে। এই নিয়ে একই ইউনিয়নের মেড্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুম কেন সে ছাত্রদলে যোগদান করেছে এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে। এরপর হাসপাতাল আনার পথে সে মারা যায়।

ঢাবিতে নিজ দলের নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল শাখার ছাত্রলীগের এক নেতাকে মেরে রক্তাক্ত করেছে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স ও তার অনুসারীরা। ছাত্রলীগের ওই নেতার নাম আবদুল আলিম। সে হল ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিল। বুধবার গভীর রাতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আলিমকে বেধড়ক মারধরের পর হল থেকে বের করে দেয়া হয়। গত অক্টোবরে জিয়া হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হল সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদ দেয় আলিমকে। এরপর থেকেই আলিম ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়। ছাত্রলীগের প্রতিটি কর্মসূচিতে সে সক্রিয় ছিল।