Sunday, December 15, 2013

হিন্দু বাড়িতে আগুন দেয়ার সময় যুবলীগ নেতা আটক

 সাতক্ষীরার দেবহাটায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ঘরে আগুন দিয়ে পালানোর সময় এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আটককৃত যুবলীগ নেতা আব্দুল গাফফার জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে সে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সে তার আরো তিন সহযোগীর নাম পুলিশকে জানান।

এলাকাবাসী জানায়, শনিবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় মুখোশধারী ১৫-২০ জন দুর্বৃত্ত সুনীত সরকারের বাড়িতে আগুন দেয়।


এতে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর এলাকাবাসী চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসী ধাওয়া করলে মুখোশ পড়া অবস্থায় এক দুর্বৃত্ত ধরা পড়ে। রবিবার সকাল ৯টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক আব্দুল গফফর একই এলাকার এলবার গাইনের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস জানান, স্থানীয়রা আবদুল গাফফারকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দেবহাটা উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান মুকুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জামায়াতের ওপর দায় চাপাতে চায় আওয়ামী লীগ।

No comments:

Post a Comment