Tuesday, November 19, 2013

আ.লীগ নেতার কাছে নেয়ার পথে ৩ বিদেশি পিস্তলসহ আটক ২


নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
নাটোর: নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তিনটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ছয়টি ম্যাগজিন উদ্ধার করেছে। এতে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৪০৫৮) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের এসআই কৃষ্ণ জানায়, এ সময় অবৈধ অস্ত্র বহনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ও তরিকুল আলমের ছেলে শুভকে তারা আটক করে।

আটকৃতরা বলেছে, টাকার বিনিময়ে ঢাকায় জনৈক আওয়ামী লীগ নেতার কাছে অস্ত্রগুলি পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল তারা।



এর আগে গত শুক্রবার নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সদর উপজেলার একডালার মেহেদীপুর এলাকায় রাজশাহী থেকে পাবনাগামী এ্যানী পরিবহনে তল্লাশি করে লাকী বেগম (২৮) নামের এক মহিলার ব্যাগ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১১২ রাউন্ড গুলি উদ্ধার করে।

লাকী বেগম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার বাসিন্দা। সেও টাকার বিনিময়ে অস্ত্র বাহকের কাজ করে বলে জানা গেছে।

একইদিন জেলার বড়াইগ্রামের বনপাড়া কালিকাপুর বাজার এলাকার ওয়ার্কশপ থেকে একটি দেশি তৈরী পাইপগানসহ নাজিমউদ্দিন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।

র‌্যাব সূত্র জানায়, আটক ওয়ার্কশপ মালিক নাজিম উদ্দিনের ওই ওয়ার্কশপে দীর্ঘদিন থেকে অস্ত্র তৈরি করা হচ্ছিল।

আটক নাজিম উদ্দিন লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের টিটিমাঝগাঁও গ্রামের আবদুস সামাদ শেখের ছেলে।
http://www.rtnn.net//newsdetail/detail/1/1/73626#.UowJsMTxqtg

No comments:

Post a Comment