Monday, November 25, 2013

টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিলে কেমন হয়? : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে দেশে মাত্র একটি টেলিভিশন চ্যানেল ছিল। আমরা ক্ষমতায় এসেই অনেকগুলো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছি। এখনও দিচ্ছি।
গতকাল ঢাকা আইনজীবী সমিতির ভবন উদ্বোধন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের নিয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের মাধ্যমে লাইসেন্স পাওয়া এসব টেলিভিশনের মধ্যরাতের টকশোতে সরকারের কঠোর সমালোচনা করা হয়। তারা আমাদের কোনো ভালো কাজ দেখেন না। আমরা যাই করি তাই ভালো লাগে না এসব আলোচকদের।
শেখ হাসিনা বলেন, আমরা বিদ্যুত্ উত্পাদন বাড়িয়েছি, আর সেই বিদ্যুতের মাধ্যমেই চলছে এসব টেলিভিশন চ্যানেল।
এখন আমরা যদি এসব টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেই তাহলে কেমন হয়—এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি।

No comments:

Post a Comment