Sunday, November 17, 2013

তারেকের খালাসে আদালতে ক্ষুব্ধ আইনজীবীদের ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেয়ায় আদালত প্রাঙ্গনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারপন্থি আইনজীবী।

রবিবার দুপুর সোয়া ১২টা ২০ মিনিটের দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোতাহার হোসেন রায় ঘোষণা করেন।

রায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থপাচারের মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন আদালত। তবে একই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড, ৪০ কোটি টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেল দেন আদালত।


রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস ঘোষণার পরপরই সরকারপন্থি আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করে। তারা আদালত কক্ষের দরজায় লাথি মারে এবং গ্লাস ভাঙচুর করে।

এ সময় দুদকের আইনজীবী আনিসুল হক এবং মোশাররফ হোসেন কাজলকে ঘেরাও করে রাখে তারা এবং তাদের চোর-বাটপার বলে গালি দিতে থাকে আইনজীবীরা। এই দুই আইনজীবী আসামিপক্ষ থেকে ঘুষ নিয়েছে বলেও তাদের অভিযোগ।

এমনকি বিক্ষুব্ধ আইনজীবীরা বিচারককে ‘দালাল দালাল’ বলে চিৎকার করতে থাকে।

অবশ্য, রায়ের বিষয়ে দুদকের দুই আইনজীবী তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর প্রতিক্রিয়া দেয়া হবে বলে তারা জানায়।

এদিকে, তারেক রহমানকে বেকসুর খালাস দেয়া হলে আদালত চত্বরে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে।


No comments:

Post a Comment