উপজেলার জগদল গ্রামের রিক্সাচালক রহমত আলীর সুন্দরী স্ত্রী তাছলিমা খাতুন (২২) অভিযোগ করেন যে, তার স্বামী ঢাকায় রিক্সা চালাতে গেলে বাড়ীতে একা থাকার সুবাদে ঘোনাপাড়া গ্রামের দবির উদ্দীনের ছেলে আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান (৩০) তার ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে। সুযোগ বুঝে তাছলিমা ব্লেড দিয়ে জিয়ার লিঙ্গ বিচ্ছিন্ন করে। জিয়া প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলেও জানায়। এ ব্যাপারে থানায় নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধামইরহাট থানার ওসি হেলাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
-বাংলাদেশ টাইমস
No comments:
Post a Comment